বাংলাদেশের বাজারের জন্য ই-শপ খুলেছে নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী কোম্পানি- ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)। ভোক্তাদের জন্য মানসম্পন্ন নিজস্ব পণ্য সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান।
তিনি বলেছেন, আমাদের ভোক্তারা এখন তাদের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় ব্র্যান্ডের পণ্যগুলো ‘‘ইউশপবিডি.কম”এর মাধ্যমে আকর্ষণীয় মূল্যে দ্রুত ও নিরাপদের সাথে নিজেদের দোরগোড়ায় পেতে পারেন। ত্বকের যত্নে ব্যবহৃত স্ক্রিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে, কাপড় পরিষ্কারের জন্য ডিটারজেন্ট কিংবা এক গ্লাস নিরাপদ পানি পর্যন্ত- যাবতীয় পণ্যই ভোক্তারা এখানে পাচ্ছেন, যে পণ্যগুলো তাদের দৈনন্দিন জীবন ও সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ‘‘ইউশপবিডি.কম” ভোক্তাদেরকে নিজস্ব ও প্রকৃত পণ্যের নিশ্চয়তাও দিচ্ছে, যা তাদেরকে গুণগত মান নিশ্চিত করবে। আমি নিশ্চিত যে, আমাদের ব্র্যান্ডের পণ্য কেনার নতুন এই উপায় ভোক্তাদের জন্য সহজ হবে এবং তাদের উপকারে আসবে।”
তিনি আরো জানিয়েছেন, ভোক্তাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে অনলাইন প্ল্যাটফর্মটিতে- ‘হোমকেয়ার’, ‘বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার’, ‘ফুড অ্যান্ড বেভারেজ’, ‘ওয়াটার পিউরিফায়ারস’, ‘স্পেশাল অফার্স’ সহ বিভিন্ন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ‘‘ইউশপবিডি.কম” ওয়েবসাইটে ইউনিলিভারের বেশ কিছু স্বনামধন্য আন্তর্জাতিক পণ্যও এখানে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যত্নের সাথে সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে চলা হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে, ২০১৯ সালের আগস্ট মাসে ইউনিলিভারের একটি অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয় “ইউশপবিডি”। এরপর যখন কোভিড-১৯ মহামারি বাংলাদেশে আঘাত হানে এবং সারাদেশ লকডাউনে চলে যায়, তখন ভোক্তাদের জন্য পরীক্ষামূলকভাবে এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়। পরবর্তীতে আরো মানসম্পন্ন ফিচার ও সুযোগ-সুবিধাসহ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নতুন করে যাত্রা শুরু করে “ইউশপবিডি”।