ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ এবং চার্টার্ড স্কিলস যৌথভাবে পরিচালনা করতে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (পিজিডি আইবি), প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স এর সার্টিফিকেট কোর্স। এই বিষয়ে গত সোমবার, ৬ জুন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইন্সটিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্ট (আইবিইআর) এবং চার্টার্ড স্কিলস এর মধ্যে এই বিষয়ে যৌথ চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মফিজুর রহমান (ভাইস চ্যান্সেলর, ইউআইইউ), প্রফেসর ডক্টর কামরুজ্জামান (পরিচালক, আইবিইআর; ইউআইইউ), ডক্টর খন্দকার মাহমুদুর রহমান, মনজুরুল হক খান প্রমুখ।
চার্টার্ড স্কিলস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, চেয়ারম্যান (এডুকেশন কমিটি), জাকারিয়া কাওসার, (সিইও এবং কো ফাউন্ডার), এডভোকেট আবরার খান তাসলিম, (চেয়ারম্যান, লিগ্যাল কমিটি), এডভোকেট আব্দুল আল হাদী (হেড অফ কর্পোরেট এফেয়ার্স), আরিফুল আলম (হেড অফ রিচার্চ এন্ড ট্রেইনিং) এবং চার্টার্ড স্কিলস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, চার্টার্ড স্কিলস বাংলাদেশের অন্যতম সেরা একটি প্রফেশনাল স্কিলস লার্নিং প্লাটফর্ম। শিক্ষিত জনবলকে আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষতা ভিত্তিক বিভিন্ন প্রফেশনাল কোর্সের পাশাপাশি দক্ষ জনশক্তি কে চাকুরির উপযোগী করে তোলা, কর্পোরেট প্রশিক্ষন সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে তারা। প্রশিক্ষন নেয়ার পাশাপাশি প্রশিক্ষন শেষে ফ্রিল্যান্সিং এর সুযোগ রয়েছে এই প্লাটফর্মে। বর্তমানে চার্টার্ড স্কিলস ৫০ টির ও অধিক দক্ষতা ভিত্তিক প্রফেশনাল কোর্স পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় চার্টার্ড স্কিলস শুরু করতে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও এডভান্স স্কিলস কোর্স। আর এই প্রশিক্ষন কার্যক্রমের অংশ হিসেবে চার্টার্ড স্কিলস ও আই বি ই আর অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাথে যৌথ চুক্তি সম্পন্ন করেছে।
এই বিষয়ে চার্টার্ড স্কিলস এর সিইও এবং কো-ফাউন্ডার জাকারিয়া কাওসার বলেন, এই চুক্তির ফলে প্রশিক্ষনার্থীদের জন্যে দক্ষতা অর্জনের এক নতুন দ্বার উন্মোচিত হল। ইউআইউ এর মত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে তরুণদের স্কিল ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।