সিলেটের বন্যা প্লাবিত মানুষদের পাশে দাড়িয়েছে কিংস লায়ন্স পরিবার। লায়ন্স মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশ এবং লায়ন্স জেলা ৩১৫এ১ এর পক্ষে কিংস লায়ন্স পরিবারের সদস্যভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার্স সিলেটবাসীর পাশে থাকার উদ্যোগ নিয়েছে। গতকাল ২৪ শে জুন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এর বন্যাকবলিত প্রত্যন্ত দুর্গম গ্রাম মহাখাই এলাকায় বানভাসি মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র বিতরণ করা হয়েছে ক্লাবের উদ্যোগে।
কিংস লায়ন্স পরিবারের সদস্যদের পক্ষে পুরো আয়োজনটি নেতৃত্ব দেন লায়ন্স ক্লাব অফ ঢাকা কর্পোরেট লিডার’স এর লায়ন্স নেতৃবৃন্দ। এর সাথে একাত্মতা প্রকাশ করে কিংস লায়ন্সের বেশ কয়েকটি ক্লাবের সদস্যগন অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব এর চার্টার প্রেসিডেন্ট; লায়ন মোঃ কাওসার, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট; লায়ন মোঃ শাহরিয়ার খান, চার্টার সেক্রেটারি; লায়ন রাশেদূর রহমান, জয়েন্ট সেক্রেটারি; লায়ন আমিনুল ইসলাম, ক্লাব সার্ভিস চেয়ারপারসন; লায়ন আরিফুর রহমান এবং চার্টার মেম্বার; লায়ন মোঃ ফেরদৌস আলম।
এ প্রসঙ্গে ক্লাব এর প্রেসিডেন্ট লায়ন কাওসার বলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল গত ১০৫ বছর ধরে আর্তমানবতার কল্যানে বিশ্বব্যাপী কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার’স জাতীয় এ দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি তিনি সকল ডোনারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ ব্যাপারে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট; লায়ন শাহরিয়ার বলেন, এইবার আমরা প্রায় ২০০ পরিবারের প্রায় ১০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। যতদিন বন্যা থাকবে ধারাবাহিকভাবে আমরা এ নিয়ে কাজ করে যাবো এবং যেকোন দুর্যোগে লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার’স সরকারের পাশাপাশি কাজ করে যাবার চেস্টা করবো। লায়ন্স সেক্রেটারি; লায়ন রাশেদ সবার কাছে দোয়া চেয়েছেন যেন লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার’স ক্লাবটি সর্বদা দেশের জন্যে কাজ করতে পারে।
তারা আরও জানান, ভবিষ্যতে লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার্স এর লায়নবৃন্দ যেকোন সমাজসেবামূলক কাজে আরো বেশি আত্মনিয়োগ করবেন।