এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এর সাথে মোনার্ক মার্ট লিমিটেডের গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য বিক্রয় সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার ১২ই জুন বিকেল ৪টায় রাজধানীর তেজগাওস্থ স্বপ্ন-এর অফিসে এই চুক্তি সম্পন্ন হয়। অনলাইনে গ্রোসারি পণ্য কেনাকাটা সহজ করতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে স্বপ্ন ও মোনার্ক মার্ট। এই চুক্তির মাধ্যমে “স্বপ্ন গিফট কার্ড” কেনা যাবে মোনার্ক মার্ট থেকে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই লজিস্টিকসের পক্ষে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, স্বপ্ন’র হেড অব ই-কমার্স খাজা আশশাদ বেলাল এবং মোনার্ক মার্ট লিমিটেডের পক্ষ থেকে ছিলেন সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল আহমেদ মোস্তফা, হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম, হেড অফ বিজনেস মাহাদি হাসান এবং হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম।