বাংলাদেশ রেলওয়ের টিকিট অব্যবস্থাপনার অভিযোগে সহজ লিমিটেডকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দুই লাখ টাকা জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট।
সহজ ডটকমের করা রিটের শুনানিতে বিচরপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রোববার (৩১ জুলাই) রুলসহ এ আদেশ দেন। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।