তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। আজ (৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শেয়ারট্রিপ অংশীদার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পুরস্কার প্রদান করে শেয়ারট্রিপ। এছাড়াও এ অনুষ্ঠানে আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক শেয়ারট্রিপে বিনিয়োগের ঘোষনা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং প্রতিষ্ঠাতা কাশেফ রহমান।
এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ারট্রিপ এর অংশীদার প্রতিষ্ঠানদের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করে। পাশাপাশি গ্রাহকদের মতামতের ভিত্তিতে শেয়ারট্রিপ পিপল’স চয়েস এয়ারলাইন এবং পিপল’স চয়েস হোটেল খাতে স্বীকৃতি প্রদান করে।
বিশেষ অতিথির বক্তব্যে স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ বলেন, “দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করার জন্য স্টার্টআপ বাংলাদেশ যাত্রা শুরু করে। স্টার্টআপ বাংলাদেশ ফান্ডিং দেওয়ার পাশাপাশি স্টার্টআপগুলোকে অন্যান্য ফান্ডিং পেতে সাহায্য করে। শেয়ার ট্রিপ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় জনবলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আশা করি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ইন্টারন্যাশনাল ওটিএ প্লাটফর্ম হিসেবে সফল হবে শেয়ারট্রিপ।”
এসময় তিনি শেয়ারট্রিপে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ ঘোষণা করেন এবং শেয়ারট্রিপের সহ প্রতিষ্ঠাতা সাদিয়া হক ও প্রতিষ্ঠাতা কাশেফ রহমানের নিকট বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট হস্তান্তর করেন। জানা গেছে, শেয়ারট্রিপে স্টার্টআপ বাংলাদেশ এর এই বিনিয়োগের পরিমান ৫ কোটি টাকা।