জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের পুনর্মিলনী। চলতি মাসের ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী। প্রথমবারের মত আয়োজিত দুইদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রদের মিলন মেলায় পরিনত হয় রুয়েট ক্যাম্পাস। ১৯৬৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত যত অ্যালামনাই পাস করে ক্যাম্পাস ছেড়েছেন, সবার উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে।
আয়োজন উপলক্ষে রংবেরঙের আলোকসজ্জা ও আল্পনার আয়োজন করা হয় ক্যাম্পাসে। মূল ফটক থেকে শুরু করে কেন্দ্রীয় মাঠ পর্যন্ত সব ব্যাচের নাম অনুযায়ী টানানো হয় ব্যানার। সন্ধ্যার পর বিভাগের সব ছাত্রছাত্রীর জন্য রাতের খাবারের আয়োজন ছিল। খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অংশ। অ্যালামনাইদের বিভিন্ন ব্যাচ গান, নাচ, ১০ মার্চ ছিল অনুষ্ঠানের শেষ দিন। দিনব্যাপী আরও নানা কার্যক্রম শেষে নৈশভোজের আগে সব আবারও পুনর্মিলনী আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও কনসার্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিলো। এদিন মঞ্চ মাতিয়েছিল ব্যান্ড শিরোনামহীন, পার্থিব এবং কণ্ঠশিল্পী কোনাল।