দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর বিরুদ্ধে অভিযোগ করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জড়ো হয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। আজ সকালে রাজধানীর কাওরানবাজারের টিসিবি ভবনে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অফিসে অভিযোগ করেন শতাধিক গ্রাহক।
সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে ডেলিভারি না দেওয়া, তিন মাস যাবৎ পণ্য না দেয়া, মে মাসের অর্ডার এখনো ডেলিভারি না করা ইত্যাদি বিষয়ে অভিযোগ করছেন ই-অরেঞ্জ গ্রাহকরা।
এর আগে গতকাল গ্রাহক হয়রানি এবং প্রতারণা মামলায় ই-অরেঞ্জ এর সিওও আমান উল্লাহ সহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ই-অরেঞ্জ এর মালিক সোনিয়া মেহজাবিন সহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় ।