ঢালিউডের আলোচিত দুই তারকা অপু ও বুবলীকে একসঙ্গে দেখা যাবে কিউকম প্রেজেন্টস ‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ অনুষ্ঠানে।আগামী ২৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম।
অপু বিশ্বাস ও বুবলী কিউকম প্রেজেন্টস ‘ঢাকা ফ্যাশন ডে’-তে একসঙ্গে অংশ নেবেন। অপু-বুবলী ছাড়াও ঢাকাই শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডে’তে। সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক সেলেব্রেটির পাশাপাশি দেশের ১০০ মডেল এই অনুষ্ঠানে থাকবেন। ২০২৩ সালের লেটেস্ট কালেকশনগুলোর পরে অপু-বুবলীরা হাঁটবেন।