গত ১২ মে, ২০২২ রোজ বৃহস্পতিবার বেসিস অডিটোরিয়ামে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ ২০২২-এর “মেন্টর’স মিট” নামক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-এর আহ্বায়ক এবং পরিচালক, বেসিস জনাব তানভীর হোসেন খান। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-এর উপদেষ্টা জনাব মাহাদী-উজ-জামান ও জনাব আরিফুল হাসান অপু। সভায় মেন্টর হিসেবে বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ ২০২২ এবং বেসিস স্টুডেন্ট ফোরামের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও বেসিস-এর বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সচিব হিসেবে জনাব তৌফিক এলাহী প্লাবন উপস্থিত ছিলেন।