যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা দ্বি-বার্ষিক বিজনেস প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেডের ‘বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক’ হিসেবে মনোনীত হয়েছেন ‘নগদ’ এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক। তিনি দেশের ফিনটেক সেক্টরে প্রথম ব্যক্তি যিনি মর্যাদাপূর্ণ প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড থেকে লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছেন।
উল্লেখ্য, মারুফুল ইসলাম ঝলক ‘নগদ’-এর প্রযুক্তিগত দিকগুলো পরিচালনা করে থাকেন। একজন প্রযুক্তিগত স্বপ্নদর্শী হিসেবে তিনি ই-কেওয়াইসি এবং ডি-কেওয়াইসির মতো বিপ্লবী ধারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ই-কেওয়াইসি দেশের আর্থিক খাতে প্রথম সত্যিকারের ডিজিটাল বিপ্লব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এ ছাড়াও ‘নগদ’-এর যুগান্তকারী উদ্ভাবন *১৬৭# ডায়াল করে এমএফএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সুগম করার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি। প্রক্রিয়াটি ডি-কেওয়াইসি নামে পরিচিত, যা দেশের আর্থিক খাতে রোল মডেল হিসেবে স্বীকৃত।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘বিশ্বের খ্যাতনামা প্রকাশনী থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিকার অর্থে রোমাঞ্চিত। নগদ এই পর্যন্ত অনেকগুলো যুগান্তকারী উদ্ভাবন নিয়ে এসেছে, যা দেশের আর্থিক খাতের অবকাঠামো পরিবর্তন করতে সাহায্য করেছে। এই ধরনের উদ্যোগের অংশ হতে পেরে সত্যিই আনন্দিত এবং একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে আগামীতে এরকম ডিজিটাইজেশন আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করবে।’