এবছর থেকে ফ্রাঞ্চাইজিভিত্তিক হকি লীগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন।এবারের টুর্নামেন্টে দল কিনেছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
আজ এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও ফ্রাঞ্চাইজিদের নাম প্রকাশ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকে নিজের কোম্পানির নাম প্রকাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব বলেন, হকি বাংলাদেশের অনেক সম্ভবনাময় একটি খেলা। এই খেলার পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিকেএসপিতে থাকাকালেই হকি নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল আমার।
মোনার্ক মার্ট ছাড়াও একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক,রুপায়ন গ্রুপ দল নিয়েছে।