ই-ক্লাব সভাপতি মুহাম্মদ শাহরিয়ার খান ও ই-ক্লাব গভর্নিং বডির সদস্য হিমু চৌধুরী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. বিকর্ণ কুমার ঘোষ এর সাথে এক মতবিনিময়ে অংশ নেন। হাইটেক পার্ক বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি।
শাহরিয়ার খান মুলত ই-ক্লাবের পক্ষ থেকে এই আলোচনায় মিলিত হন। এসময় গভর্নিং বডি সদস্য হিমু চৌধুরীও উপস্থিত ছিলেন। জনাব মুহাম্মদ শাহরিয়ার খান এসময় ই-ক্লাবের কার্যক্রম তুলে ধরেন। জনাব ঘোষ বেশ আগ্রহ নিয়ে ই-ক্লাবের কার্যক্রম নিয়ে শোনেন। এসময় তিনি ই-ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।
হাইটেক পার্ক ও সরকারের তরফ থেকে যাবতীয় সাহায্য দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন ই-ক্লাব সভাপতিকে। এছাড়াও ই-ক্লাবে তিনি একজন কী-নোট স্পীকার হিসেবেও ভবিষ্যতে যে কোন আয়োজনে বা সেমিনারে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় ভবিষ্যতে ই-ক্লাব ও হাইটেক পার্কের সম্ভাব্য সমঝোতা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
উল্লেখ্য, ই-ক্লাব বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে কাজ করা একটি মাদার সংগঠন। অনলাইন, অফলাইন, এসএমই, ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি অনন্য সংগঠন ই-ক্লাব।