সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম “ইভ্যালিতে বিনিয়োগ করছেনা যমুনা গ্রুপ” বিষয়ক সংবাদ প্রকাশ করেছে। বিভিন্ন গনমাধ্যমে যমুনা গ্রুপের একজন ডিরেক্টরের বরাতে বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে বিভিন্ন অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ। যার প্রেক্ষিতে সাধারন ক্রেতাদের মধ্যে দুশ্চিন্তার উদ্ভব হয়েছে। আজ ইভালিতে বিনিয়োগের বিষয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য জানিয়েছেন যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস এন্ড অপারেশনস বিভাগের ডিরেক্টর আলমগীর আলম।
তিনি জানান, ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগের পূর্বে ইভ্যালির গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা নির্ধারণের লক্ষ্যে যমুনা গ্রুপের উদ্যোগে অডিট চলছে। যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয় নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের হাতে এখনো আসে নি তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ এখনো চূড়ান্ত কোন অফিশিয়াল স্টেটমেন্ট দিতে প্রস্তুত নয়। অডিট শেষ হলে যথাসময়ে যমুনা গ্রুপ তার বিনিয়োগের সিদ্ধান্ত ও বিস্তারিত কর্মপদ্ধতি মিডিয়ার সামনে প্রকাশ করবে।
একটি মন্তব্য
EVL 308369548