জনপ্রিয় মােবাইল নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স হট সিরিজের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ ‘হট ১২’ বাজারে এনেছে। এই ডিভাইসে থাকছে হেলিও জি৮৫ প্রসেসর, ৯০ হার্টজের ৬.৮২” ইঞ্চি ‘প্রাে-লেভেল পাঞ্চ হােল ডিসপ্লে, ১১জিবি র্যাম+১২৮জিবি রম এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৫০০০ এমএএইচ টেকসই ব্যাটারি।
‘হট ১২ ডিভাইসটিতে মিডিয়াটেক জি৮৫ গেমিং চিপসেট এর সাহায্যে হাই ফ্রেম রেট এর গেম খেলা যায় এবং এতে রেসপন্স টাইমও কম লাগে ও গেমিং কমিনিউকেশন দ্রুততর হয়। এই
স্মার্টফোনের চিপসেটে রয়েছে ডুয়েল কোর ফ্ল্যাগশিপ সিপিইউ আর্কিটেকচার’, ২টি ফাস্ট
এআরএম কর্টেক্স-এ৭৫ কোর’, যেগুলাে সর্বোচ্চ ২ গিগাহার্টজ পর্যন্ত পারফরম্যান্স বাড়াতে সক্ষম। আরও আছে ৬টি স্মল এআরএম কর্টেক্স-এ৫৫ কোর যেগুলাে ১.৮ গিগাহার্টজ পর্যন্ত পারফরম্যান্স বাড়াতে পারে। এই স্মার্টফোনের মাধ্যমে দ্রুতগতির গেমিং এর অসাধারণ অভিজ্ঞতা উপভােগ করতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়াও ইনফিনিক্স ‘হট ১২’তে আরাে আছে ‘হাই-ডেনসিটি’র ৫০০০ এমএএইচ এর ‘
বিগ ম্যাক ও বৃহৎ সক্ষমতার ব্যাটারি যার ফলে গ্রাহকরা দিনভর দরকারি অ্যাপগুলাে ব্যবহার ও গেমস খেলতে পারবেন। এছাড়া, ডিভাইসের টাইপ-সি ১৮ ওয়াট সুপারচার্জ ব্যবস্থার মাধ্যমে ৫০ মিনিটেই স্মার্টফোনের ৫০ শতাংশ চার্জ পূরণে সক্ষম। ব্যবহারকারীদের মানসম্পন্ন অডিও অভিজ্ঞতা দিতে ‘হট ১২’-এ রয়েছে ‘আপগ্রেডেড ডুয়েল আপার অ্যান্ড লােয়ার স্পিকার’। এই স্পিকার সিস্টেম গ্রাহকদের গান
ভিডিও দেখা ও গেম খেলার ক্ষেত্রে ‘ডিপ লােস’, ‘ক্লিয়ার মিডস’, ‘রিচ ক্রিপ হাউস’ সম্পন্ন সর্বোচ্চ মানের অডিও সার্ভিস প্রদান করবে।
এই মােবাইলে আরাে রয়েছে, ৮ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা এবং শক্তিশালী ইমেজ অ্যালগরিদম ফিচার। ডিভাইসে আরাে আছে ‘এআই পােট্রেট মুড’।
মােবাইলটির ৪ জিবি(+৩ জিবি) /১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ১৪,৪৯৯ টাকা ও ৬ জিবি(+৫ জিবি) /১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৫,৬৯৯ টাকা।
‘হট ১২’ ছাড়াও লঞ্চ হয়েছে ‘হট ১২ প্লে’ ডিভাইস যাতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জ সম্বলিত ৬০০০ এমএএইচ ব্যাটারি। ‘হট ১২ প্লে’ বাজারে পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে; ৪ জিবি(+৩ জিবি)/১২৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৩,৫৯৯ টাকায় এবং ৪ জিবি(+৩জিবি)/৬৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১২,৫৯৯ টাকায়।