তরুণীদের ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থান গড়ে তুলতে ‘হার পাওয়ার’ নামক প্রকল্পে ৪৩ জেলায় ২৫ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। ২৫০ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে ৩ মাসের হাতে-কলমে প্রশিক্ষণ ও ৩ মাসের ইনকিউবেশনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্বে সংসদ সদস্য রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন প্রতিমন্ত্রী।
তিনি আরো জানান, শি পাওয়ার প্রকল্প স্থায়ী করার জন্য নিজস্ব অর্থায়নের ২০০ কোটি এবং বাংলাদেশের ভারতের ৫০ কোটি টাকাসহ ২৫০ কোটি টাকা সহায়তায় নির্মিতব্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।