চেক প্রতারণার ৯ টি মামলায় জামিন পেয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদ রাসেলের আইনজীবী আহসান হাবীব।
রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে যেগুলোতে রাসেল জামিন পাননি।