ইভালির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। এই কমিটিতে আছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তার মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদ। এছাড়া আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।
ইভ্যালির ফেসবুক পেজে সম্প্রচার করা এই সংবাদ সম্মেলনে শামীমা নাসরিন জানান, আগামী ১৫ অক্টোবর থেকে পণ্য বিক্রি করা শুরু করবে ইভ্যালি। তবে এখন থেকে লস ব ভর্তুকি দেয়া হবেনা। তিনি বলেন, “আমরা এখন থেকে মুনাফা ছাড়া একটি পণ্যও বিক্রি করব না। মূলত আমরা ক্যাশ অন ডেলিভারি কিংবা পিক অ্যান্ড পে এর মাধ্যমে পণ্য বেচাকেনা করব।’
গ্রাহকদের পাওনা টাকা ফেরতের ব্যাপারে শামীমা নাসরিন বলেন, ‘আমাদের এক বছর ব্যবসা করতে দিলে প্রথম বিনিয়োগ থেকেই সব গ্রাহকের টাকা ফেরত দেয়া সম্ভব হবে। এ মুহূর্তে আমাদের বিনিয়োগ দরকার।’