ইভ্যালির অবসায়ন চেয়ে ফরহাদ হোসেনের আবেদনের নিষ্পত্তি হয়েছে। বিগত মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ থেকে দেওয়া আদেশে বলা হয়, ইভ্যালির অবসায়ন হবে না। ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে পারে।
রায়ে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখলে ইভ্যালি এক সময় লাভজনক প্রতিষ্ঠান হবে বলে আদালতের অভিপ্রায় রয়েছে।
আজ বৃহস্পতিবার রায়ের প্রত্যায়িত প্রতিলিপি প্রকাশিত হয়।