ইক্যাব নির্বাচনে জয়ের পর একসাথে মিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার পরামর্শ দিলেন সংশ্লিষ্ট নেতারা। সোমবার রাতে বনানীর একটি রেস্টুরেন্টে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই পরামর্শ দেন নেতারা।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ক্ষমতার বাইরের প্রতিশ্রুতি দেয়াটা প্রার্থীদের জন্য ভোটে বুমেরাং হয়।
বিসিএস সাবেক সভাপতি শাহিদ উল মুনীর বলেন, ভোটের পর যারা সক্রিয় থাকবেন বোঝা যাবে তিনি প্রকৃত অর্থেই সংগঠনকে ভালোবাসেন। আমরা আশা করি সবাই মিলে ই-ক্যাবকে এগিয়ে নিয়ে যাবে।
ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, আজ আমি আমাদের প্রথম প্রেসিডেন্ট রাজীব ভাইকে স্মরণ করছি। কারণ তিনি ই-ক্যাবের সভাপতি পদ ছাড়ার পরও আমি তার কাছ থেকে অনেকে সহযোগিতা পেয়েছি। আজকে ই-ক্যাব যতটা ভাইব্রেন্ট অবস্থানে এসেছে তাতে লাস্ট ইসি ও কমিটির বড় অবদান আছে। তারা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য, যদিও এটি একটি থ্যাংকলেস জব।
অনুষ্ঠানে চেঞ্জমেকার্স টিমের পক্ষে বক্তব্য রাখেন ওয়াসিম আলিম, শাফকাত হায়দার, জিসান কিংশুক হক, বিপ্লব ঘোষ রাহুল, আবু সুফিয়ান নিলাভ, ইলমুল হক ও নুসরাত আক্তার লোপা, মো. তাসদীখ হাবীব, মোজাম্মেল হক মৃধা সোহেল প্রমুখ।
এসময় অগ্রগামী প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দা আম্বারীন রেজা, শাহরিয়ার হাসান, মোহাম্মাদ সাহাব উদ্দিন, আসিফ আহনাফ এবং মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, সাইদুর রহমান, মো. রুহুল কুদ্দুস ছোটন এবং অর্নব মোস্তাফা।