ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ই-কমার্স প্রতিষ্ঠান নুরতাজ ডট কম বিডি এর স্বত্বাধিকারী মোঃ সেলিম শেখ। আসন্ন ই-ক্যাব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনি এবার বেশ আলোচনায়। গতকাল ই-ক্যাবের ধানমন্ডি অফিসে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে জমা দেন এই প্রার্থী।
মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান, “তরুন উদ্যোক্তাগন যেন আর্থিক সহযোগিতা পায় আমার চেষ্টা থাকবে সংগঠন থেকে ব্যাংক লোন বা ফরেইন ইনভেস্টমেন্ট মিটিং বা ইনভেস্টমেন্ট কনসালটেন্সী করার ব্যাবস্থাসহ সহযোগীতা করা। সদস্যদের জন্য হল রুম স্থাপন করা যাতে করে সদস্য নানা বিষয়ে আলোচনা করার সুযোগ পায় এছাড়াও আমার চেষ্টা থকবে অন্তত ৩ মাস অন্তর অন্তর সাধারন সদস্যদের নিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা করা। আরো বেশকিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে উদ্যোক্তার কল্যানে কাজ করতে চাই, যা ইশতেহারে জানাবো আমি।”