“আজ ই-ক্যাব আছে বলেই অনেক কাজ সহজ হয়। তাই একে ছোট করে দেখার বিষয় নয়। তাই একটি শিল্পখাত প্রতিষ্ঠায় একটি সংগঠনের ভূমিকা ও গুরুত্ব যেন কেউ ভুলে না যান। কেননা, বাংলাদেশ নয়; বিশ্বে এমন কোনো ব্যবসা থাকবে না যা ডিজিটালি হবে না। ই-ক্যাব জন্ম থেকে যথাযথ নেতৃত্ব পেয়েছে বলেই আজকে দেশে ব্যবসার ডিজিটাল রূপান্তর সহজ হয়েছে।” বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে ই-ক্যাব ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এমনটি জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী বলেন, করোনা মহামারি পরোক্ষভাবে আমাদের ইতিবাচক পথে এগিয়ে দিয়েছে। এই মার্চে দেশে ব্যান্ডউইথের ব্যবহার ৩,৪৪০ জিবিপিএস-এ পৌঁছেছে। ঈদে ৪০০০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে মোবাইলে।
ই-ক্যাব এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় ই-ক্যাব উপদেষ্টা নাহিম রাজ্জাক, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, অন্যান্য পরিচালকগণ সহ সাধারণ সদস্যরা আড্ডায় বক্তব্য রাখেন।