মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ই-কুরিয়ার এর উদ্যোগে ফেসবুক কমার্সকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া প্রিপেইড কার্ড চালু করেছে। এই প্রিপেইড কার্ডটি ‘ই-কুরিয়ার’ কর্তৃক নারীউ দ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা, যাতে তারা ফেসবুককেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে উপকৃত হতে পারেন।
মেটা’র (যেটি পূর্বে ফেসবুক নামে পরিচিত ছিল) তথ্যানুসারে, ২০২১ সালে বাংলাদেশে উদ্যোক্তা সংশ্লিষ্ট গ্রুপগুলোর ৪০ শতাংশই তৈরি করেছেন নারীরা। ই-কুরিয়ারের তথ্য উপাত্ত থেকে আরো জানা যায়, বাংলাদেশে এফ-কমার্সের ৮০-৯০ শতাংশই নারীদের দ্বারা পরিচালিত। এমন সম্ভাবনাময় সময়ে, এই প্রিপেইড কার্ডটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ও ফেসবুকে তাদের ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কার্ডে ডুয়েল কারেন্সি সুবিধা থাকায় তৃতীয়-পক্ষের কোনো পেমেন্ট সাহায্য ছাড়াই নারী উদ্যোক্তারা তাদের ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন। ই-কুরিয়ার সরাসরি ক্লায়েন্টের প্রিপেইড কার্ডে ফান্ড ট্রান্সফার করবে, আর তাই নারী উদ্যোক্তাদের সশরীরে নগদ অর্থ সংগ্রহের জন্য ই-কুরিয়ারে যেতে হবে না।
ই-কুরিয়ার এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিপ্লব ঘোষ রাহুল বলেন, মাস্টারকার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সঙ্গে যৌথ পার্টনারশীপের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের জন্য প্রথমবারের মতো কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করতে পেরে ই-কুরিয়ার আনন্দিত। ই-কুরিয়ার বাংলাদেশের প্রথম বেসরকারি লজিস্টিকস এবং কুরিয়ার ব্র্যান্ড, যেটি বিগত আট বছর যাবৎ অত্যাধুনিক ও বিশেষায়িত লজিস্টিকস সল্যুশনের মাধ্যমে নারী উদ্যোক্তা এবং তাদের প্রচেষ্টা সমূহকে সহযোগিতা করে আসছে, সেইসঙ্গে এ পর্যন্ত দেশের ৬৪ জেলায় ৯০ লাখের বেশি পার্সেল পৌঁছে দিয়েছে। আমি
সত্যিকার অর্থে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি এবং আমি নিশ্চিত, বিশেষ
করে এফ-কমার্স ব্যবসা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।”