টানা তিন বছর ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। আজ ১২ ডিসেম্বর জাতীয়ভাবে উদযাপিত ডিজিটাল বাংলাদেশ দিবসে ই-ক্যাবের উদ্যোগ ‘ডিজিটাল পল্লী’- এর জন্য এই সম্মাননা পেল অ্যাসোসিয়েশনটি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। এসময় ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
উল্লেখ্য, এর আগে করোনাকালীন ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে অবদান রাখায় ২০২০ সালে এবং লকডাউনে অনলাইনে জমজমাট কোরবানির হাট ‘ডিজিটাল হাট’ উদ্যোগের জন্য ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার জয় করেছিলো ই-ক্যাব।