ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার তাসফিন আলম এবং অর্নব মুস্তফা। আজ ৩৪ টি স্ট্যান্ডিং কমিটি, জোনাল কমিটি ও ফোরামের সদস্যদের নিয়ে রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারে এক ওয়ার্কশপে এই আনুষ্ঠানিক ঘোষনা দেয় ই-ক্যাবের ইসি কমিটি।
খন্দকার তাসফিন আলম দারাজ বাংলাদেশ এর চিফ অপারেটিং অফিসার এবং হাংরিনাকি’র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। অর্নব মুস্তফা লেইসফিতার কর্নধার এবং লাইটস্পিড সোর্স এর ফাউন্ডার। এর পূর্বে তিনি ই-ক্যাব এর ই-বিজনেস সাপোর্ট সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।