মিডিয়ার বিভিন্ন সেক্টরে উদ্ভাবন আনার জন্য দেশসেরা বিভিন্ন মিডিয়াকে অ্যাওয়ার্ড প্রদান করেছে দারাজ। ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস” নামে আয়োজিত এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। এ আয়োজনের আউটরিচ পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড প্র্যাকটিশনার, স্ট্র্যাটেজিক পার্টনার ছিলো এসবিকে ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো রিবুট এবং আইডিয়েশন পার্টনার ছিলো ডিমাডিম।
এই অনুষ্ঠানে দেশের মিডিয়া সেক্টরে উদ্ভাবনী অবদান রাখায় ২০টি মিডিয়াকে অ্যাওয়ার্ড প্রদান করে দারাজ। অনুষ্ঠানে বিজয়ী মিডিয়ার প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো। বিজয়ী মিডিয়াগুলো হল: ইনোভেটিভ প্রিন্ট লেআউট ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইনোভেটিভ স্পেশাল সাপ্লিমেন্ট ক্যাটাগরিতে ঢাকা ট্রিবিউন, বেস্ট বিজনেস ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস বিজনেস টাইমস, বেস্ট লাইফস্টাইল ম্যাগাজিন ক্যাটাগরিতে আইস টুডে, বেস্ট ইউজ অব ইনফোগ্রাফ ক্যাটাগরিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে দৈনিক সমকাল, বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে দীপ্ত টিভি, বেস্ট ডিজিটাল ডাইভার্সিফিকেশন প্রজেক্ট ক্যাটাগরিতে চরকি, বেস্ট কো-ব্র্যান্ডেড অনলাইন প্রজেক্টে দৈনিক যুগান্তর, মোস্ট ইনোভেটিভ ডিজিটাল রিপোর্টে সময় টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম ফর ওমেন ক্যাটাগরিতে ডিবিসি নিউজ, বেস্ট টিভি প্রোগ্রাম (কিডস) ক্যাটাগরিতে দুরন্ত টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (এন্টারটেইনমেন্ট) ক্যাটাগরিতে যমুনা টিভি, বেস্ট টিভি প্রোগ্রাম (লাইফস্টাইল) ক্যাটাগরিতে এটিএন বাংলা, বেস্ট টিভি প্রোগ্রাম (স্পোর্টস) ক্যাটাগরিতে একাত্তর মিডিয়া লিমিটেড, বেস্ট কান্ট্রি ব্র্যান্ডিং প্রোগ্রাম ক্যাটাগরিতে ইনডিপেন্ডেন্ট টিভি এবং স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চ্যানেল আই, ইত্তেফাক ও ডেইলি স্টার।