দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ওরেঞ্জ শপের বিরুদ্ধে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে গ্রাহকেরা গুলশান সড়ক অবরোধ করেছেন। গ্রাহকদের কাছে কোটি টাকার বেশি পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন।
গুঞ্জন উঠেছে আগামীকাল ভোর ৫ টায় ই-অরেঞ্জের মালিক দেশ ছাড়বেন। মালিক দেশ ত্যাগ করলে টাকা উদ্ধার সম্ভব নয় বলে তারা সড়ক অবরোধ করেছে। তাদের ভাষ্যমতে, “ঘরে বসে থাকলে কেউ টাকা পাবে না। যা করার আজ কালের মধ্যে ই করতে হবে। মালিক কর্তৃপক্ষ দেশ ত্যাগ করলে তাদের কিছুই করা যাবে না।”