আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন আয়োজন করেছে ‘কফি কার্নিভ্যাল, ঢাকা’ নামের বাংলাদেশের প্রথম কফি কার্নিভ্যাল প্রেজেন্টেড বাই ড্যান কেক এবং পাওয়ার্ড বাই নেসক্যাফে। বাংলাদেশের কফি প্রেমীদের একই প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে এই আয়োজন করছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।
এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবরে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) এর ২ নম্বর হল পুস্পশুচ্ছতে। কার্নিভ্যালের মূল আয়োজন শুরু হবে বিকাল ৪ টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত। তবে ইভেন্টের জন্য দুপুর ১টা ৩০ মিনিটেই গেট খুলে দেয়া হবে ।
এই আয়োজনে নানা ব্র্যান্ডের কফির পাশাপাশি কফি প্রেমীদের জন্য থাকবে কনসার্ট। কনসার্টে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, অ্যাভোয়েড রাফা, স্যাভেজারি, এনকোর এবং আরেকটা রক ব্যান্ড।
টিকিটের জন্য ভিজিট করতে হবে https://coffeecarnival.org/ -এই লিঙ্কে।