আসন্ন বিপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যার পৃষ্ঠপোষকতায় থাকছে সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও মোনার্ক গ্রুপ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল। এতে ‘এক্সপ্রেশনস অব ইন্টারেস্ট’ জমা দিয়েছে মোনার্ক গ্রুপ। সাকিব আল হাসানের সম্ভাব্য দলের নাম হবে “মোনার্ক পদ্মা”। বিপিএল এ প্রস্তাবিত পদ্মা বিভাগকে প্রতিনিধিত্ব করবে মোনার্ক পদ্মা।
উল্লেখ্য, এই সময়ে মোট নয়টি প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। দল নিতে আগ্রহ দেখায়নি বিপিএলের নিয়মিত ও তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে দল পেতে আগ্রহী সাকিব আল হাসানের এছাড়া নতুন করে এসেছে মোনার্ক মার্ট ও মাইন্ড ট্রি। কিছুদিনের ভেতরে বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে বেছে নেবে।