বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সেবা প্রদানে তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশী তরুণদের সামাজিক সংগঠন “ব্লাডম্যান” যৌথভাবে আয়োজন করেছে ‘ট্যুর ফর স্যোসাল গুডস’ সিজন-০২ । বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তুর্কী দূতাবাসে “ট্যুর ফর সোস্যাল গুডস” সিজন-০২ এর শুভ উদ্ভোদন করা হয়। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বান্দরবান, সাজেক এর মত ১২টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসার পাশাপাশি হেলথক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রদান করা হবে। এই আয়োজনের ইমপাক্ট পার্টনার ম্যাক্স গ্রুপ এবং দারাজ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, “তুরস্ক বাংলাদেশের পুরান বন্ধু এবং তাদের সাথে সম্পর্ক আরো জোরদার করতে চাই।”
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ” তুরস্ক সরকার বাংলাদেশের বন্ধু এবং আমরা এই সামাজিক উদ্যোগে পাশে থাকতে পেরে খুশি। আমরা ব্লাডম্যানের মতো তরুণ উদ্যোক্তাদের সমর্থন করতে চাই।”
এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ভাইস চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তিনি বলেন, “ম্যাক্স গ্রুপ কোভিড ১৯ চলাকালীন সময়ে ১০ হাজার এর অধিক লোককে খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করেছে। আমরা ১২ টি জায়গায় ব্লাডম্যান এবং এর সামাজিক উদ্যোগের জন্য আমাদের সহায়তা বাড়িয়ে দেব।”
ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোঃ শাহরিয়ার হাসান জিসান বলেন, “ট্যুর ফর সোশ্যাল গুডস এর প্রথম সিজনে আমরা ৪০০০ জনেরও বেশি লোককে স্বাস্থ্য পরামর্শ, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করেছি। তুরস্ক সরকার, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং দারাজকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত এবং এটি যুবদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। “