মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন-বিকা এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় “বিজয়ের চেতনায় বাংলাদেশ বিনির্মানে ইন্টেরিয়র এর ভূমিকা” বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। রাজধানীর ইস্টার্ন প্লাজায় বিকা অফিসে বিকাল ৪ ঘটিকায় এই সভা আয়োজিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিকা-র সভাপতি মারুফ লিয়াকত, বিকা-র সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরও অনেকে। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ গঠনে ইন্টেরিয়র সেক্টরের ভূমিকা এবং ইন্টেরিয়র সেক্টরকে এগিয়ে নিতে বিকা কিভাবে কাজ করছে সে বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের সমাপ্তিকালে ইন্টেরিয়র সেক্টরের উত্তরোত্তর সাফল্য কামনায় বিকা-র নেতৃবৃন্দ প্রচেষ্টা চালিয়ে যাবার অংগীকার পুনর্ব্যক্ত করেন।