আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বিসিএস এর উদ্যোগে আয়োজিত ০৬ জুন সোমবার মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে বুটক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে নিজেদের দাবি উত্থাপন করেন বিসিএস সদস্য এবং প্রযুক্তি ব্যবসায়ীরা। বুটক্যাম্পের বিষয় ছিল ‘হার্ডওয়্যার ম্যানুফাকচারিং প্ল্যান রেডিনেস অ্যান্ড প্রিপারেশন’।
প্রযুক্তিপণ্য উৎপাদনে কাঁচামালের উপর অত্যাধিক শুল্ক ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উৎপাদনের অন্তরায় বলে উল্লেখ করেছেন প্রযুক্তি ব্যবসায়ীরা।
বুটক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। তিনি বলেন, প্রযুক্তি পণ্য উৎপাদনে যেসব কাঁচামালের প্রয়োজন হয় এবং পাশাপাশি পিসিবি বোর্ডসহ যেসব উপকরণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এসব পণ্যের উপর শুল্কের কোটা শুন্য করা হলে দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে।
বিকেলের সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর মো. আব্দুর রহিম খান।
সন্ধ্যার সেশনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত পদক্ষেপ এবং উৎপাদনকারীদের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে সেশন পরিচালনা করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। উদ্যোক্তাদের সুবিধা প্রদান করতে তিনি হাই-টেক পার্কের প্রদত্ত সুবিধা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।