চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার (৩০ জুন) মামলার বাদী আবু সাঈদের আইনজীবী শামীম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, আলেশা মার্টের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনে দেখতে পান বাদী আবু সাঈদ। এরপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন তিনি। মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা ছিল। নির্ধারিত সময়ে মোটরসাইকেল না দেওয়ায় ৪ জানুয়ারি তারা একটি চেক দেন। চেকের টাকা ব্যাংকে তুলতে গেলে (টাকা না থাকায়) তা ডিজঅনার হয়। এরপর আসামিকে টাকা দেওয়ার জন্য উকিল নোটিশ পাঠান মামলা বাদী। টাকা না দেওয়ায় গত ১৮ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আবু সাঈদ। আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ জুনের মধ্যে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
ক্রেডিটঃ জাগোনিউজ২৪