সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের পর শুরু হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি২০ সিরিজ। শােকের মাসে জাতির পিতাকে সম্মান জানিয়ে আয়ােজন করা এই সিরিজে প্রধান পৃষ্ঠপােষক হিসেবে থাকছে আলেশা হােল্ডিংস্ লিমিটেড। দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আলেশা হােল্ডিংস লিমিটেড গত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা হােম সিরিজেও পৃষ্ঠপোষক ছিল। এবার প্রধান পৃষ্ঠপােষক হিসেবে থাকছে তাদের আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান আলেশা কার্ড।
উল্লেখ্য, আলেশা কার্ড হল একটি প্রিভিলেজ কার্ড। প্রিভিলেজ রিডিফাইন্ড’ স্লোগান নিয়ে আলেশা কার্ড কেনাকাটা, হেলথ সার্ভিস, হােটেল, রেস্টুরেন্ট এবং রিসাের্ট সার্ভিস সহ দৈনন্দিন বিভিন্ন প্রয়ােজনে মূল্যের উপর বিশেষ ছাড় প্রদানের মাধ্যমে কার্ড হােল্ডারদের জীবনটাকে আরও সহজতর করে তুলবে। এছাড়াও আলেশা কার্ডের অন্যতম বিশেষ সুবিধা হলাে কার্ডটি মুক্তিযােদ্ধা ও বীরাঙ্গণাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬৫’র বেশি বয়সী বাংলাদেশী নাগরিকদের জন্য এই কার্ডের মূল্যে থাকবে ৫০% ডিসকাউন্ট সুবিধা।
পাশাপাশি, এই সিরিজটির টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হােল্ডার হিসেবে থাকছে ইমপ্রেস-মাত্রা কনসাের্টিয়াম এবং পাওয়ার্ড বাই হিসেবে থাকলে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন।
সংবাদ সম্মেলনে পৃষ্ঠপােষক সংস্থার পক্ষ থেকে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে আয়ােজিত এই সিরিজে এবং করােনার দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বাের্ডের পাশে থাকতে পেরে তারা গর্বিত।