ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং, অপারেশন, ডিজিটাল ও পােস্টপেইড কালেকশন এবং চ্যানেল কালেকশন সহ অন্যান্য কাজের সুবিধার্থে সাবেক কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপ ‘ডিজিপ্রাে সলুশনস’ এর সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। পাশাপাশি এর বিদ্যমান পার্টনার ‘রিকম কনসাল্টিং’ এর সাথে কার্যক্রমের পরিধি বিস্তৃত করেছে। এ বিষয়ে সম্প্রতি জিপিহাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকার, রিকম কনসাল্টিং এর ডিরেক্টর মাে. সুদীপ্ত সালেহিন এবং ডিজিপ্রাে সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মাে. শােয়েবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসাের্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দ তানভির হােসেন, প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং অ্যান্ড ট্যাক্সেশন মাে. আরিফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।
এ পার্টনারশিপের অধীনে নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্তি, ডিজিটালাইজেশন এবং আর্থিক ব্যবস্থাপনার মানােন্নয়নে বিশেষ নজর দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠান দুটি গ্রামীণফোনকে এর আর্থিক ও নগদ পরিচালনা ব্যবস্থা আধুনিকীকরণে সহায়তা করবে। এর মধ্যে থাকবে ডিজিটাল ও পােস্টপেইড কালেকশন, চ্যানেল কালেকশন, এমএফএস অপারেশন কালেকশন, প্রাতিষ্ঠানিক কালেকশন, নগদ ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা, রেভিনিউ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপাের্টিং।
গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, “গ্রামীণফোনের আর্থিক কার্যক্রম সবসময় বিশ্বমান বজায় রেখে পরিচালিত হয়। যা প্রতিষ্ঠানকে লাে-টাচ ডিজিটাল কার্যক্রম ও লেনদেন প্রক্রিয়াগুলাে সঠিকভাবে পরিচালনায় ভূমিকা রেখেছে। আমরা আমাদের সাবেক দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপগুলাের সাথে পার্টনারশিপ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ পার্টনারশিপ আমাদের কাজে গতিশীলতা আনবে এবং সক্ষমতা বৃদ্ধি করবে।