শিক্ষা ক্যাটেগরিতে সেরা স্টার্টআপ উদ্ভাবনী অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষ এই ধরনের প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল।
রোববার (৬ মার্চ) উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত ‘৪র্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’ এ টেন মিনিট স্কুল কে এই স্বীকৃতি দেওয়া হয়। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের বলরুমে এ অনুষ্ঠানে ৩৮ উদ্ভাবন, ১৮ জন বিজয়ী এবং ২০ জনকে সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অনুষ্ঠানে।
‘৪র্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ. ই মুস্তাফা ওসমান তুরান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আতিকুল ইসলাম।
এসময় শিক্ষাখাতে অবদানের স্বরূপ দেশের সবচেয়ে বড় ই লার্নিং প্লাটফর্ম টেন মিনিট স্কুলকে ‘বেস্ট স্টার্টআপ ইনোভেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক টেন মিনিট স্কুলের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
এ প্রসঙ্গে আয়মান সাদিক বলেন, দেশের শিক্ষা খাতকে ডিজিটালাইজড করার জন্য আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে আসছি। এরকম স্বীকৃতি আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।