ই-অরেঞ্জ সিওও আমানউল্লাহ গ্রেফতার। ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা ও গাড়িসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সন্ধায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এসময় তার নিকট ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি জব্দ করা হয়। ই-কমার্স বার্তার নিজস্ব সূত্র নিশ্চিত করেছে গ্রেফতারের বিষয়টি।
দীর্ঘদিন ধরে ই-অরেঞ্জ এর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে পণ্য পরিশোধ না করার অভিযোগ আছে। গ্রাহকদের অভিযোগ প্রায় ১০০০ কোটি টাকার বেশি পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না ই-অরেঞ্জ। এর আগে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকদের পণ্য না দেয়ার অভিযোগে গত মঙ্গলবার প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ই-অরেঞ্জ গ্রাহকরা। গত সোমবার গ্রাহক হয়রানি ও পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে গুলশান সড়ক অবরোধ করেন তারা।
এরই প্রেক্ষিতে ই-অরেঞ্জের বিরুদ্ধে এক গ্রাহকের করা প্রতারণা মামলায় গতকাল ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এবং আজ গ্রেফতার করা হয় সিওও আমান উল্লাহকে।
২টি মন্তব্য
আমার ৩২ লাখ টাকার বাইক অডার করা হয়েছে ই অরেঞে ওরা যেন দেশ ত্যাগ করতে না পারে ওদের সকাল ব্যাংক হিসাব জব্দ করা হোক।
E-commerce update