বুধবার ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আয়ােজনে “স্থানীয় সরকারে নীতি প্রণয়ন ও সংস্কার: সম্পদ আহরণ, কার্যকর সমন্বয় এবং উন্নয়ন কর্মকাণ্ড” শীর্ষক কর্মশালা অনুষ্ঠান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মােঃ তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস নাটালী শুয়ার্ড, রাষ্ট্রদূত, এ্যাম্বেসী অব সুইজারল্যান্ড এবং সুদীপ্ত মুখার্জী, আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ। এছাড়াও এই কর্মশালায় বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের সকল বিভাগে উদ্ভাবনী আইডিয়া তৈরি করতে হবে। সকল বিভাগে উদ্ভাবনী উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করতে হবে।