রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ এর ‘চয়েস ইজ ইয়ুর্স” (Choice is Yours) ক্যাম্পেইনে ওয়ানপ্লাস এর ব্যবহৃত ফোন বিক্রিতে বিক্রয় মূল্যের ওপর ৩০% পর্যন্ত এক্সট্রা ক্যাশ পাবেন গ্রাহকরা। অফারটি ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
এই ক্যাম্পেইনে বিক্রিত ফোনের দাম ৩০ কার্যদিবস পর নিলে ৩০% বা ৩০ হাজার টাকা পর্যন্ত, ১৫ কার্যদিবস পর নিলে ২০% বা ২০ হাজার টাকা পর্যন্ত ও ইনস্ট্যান্ট নিলে ১০% বা ১০ হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ক্যাশ পাবেন গ্রাহকরা। তবে এতে কিছু শর্ত থাকছে বলেও জানানো হয়।
এই অফারে ফোন বিক্রি করতে এখনই ভিজিট করতে হবেঃ https://swap.com.bd/offer-page
উল্লেখ্য, সোয়াপ দেশের একমাত্র রি-কমার্স প্লাটফর্ম এবং প্রথম সিটুবি মার্কেটপ্লেস যেখানে গ্রাহকরা তাদের পুরাতন পণ্য বা ডিভাইস এক্সচেঞ্জ করতে পারে।