দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করবে। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। ‘ইভ্যালি নিয়ে আমি শতভাগ আশাবাদী এবং এরচেয়েও বেশি আশাবাদী ইকমার্স নিয়ে। আমাদের একটু সময় দিন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। সেখানে তিনি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করতে ইভ্যালিকে আরেকটু সময় দিতে গ্রাহকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন জানান।
মোহাম্মাদ রাসেলের ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল- ঈদ পরবর্তি প্রথম কর্ম দিবস এ আমি লাইভ এ এসে অতীত এর অর্ডার, সেলার পেমেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবো। আমি কনফিডেন্টলি বলতে পারি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে ইভ্যালি সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করবে। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।
যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন ইভ্যালি পুরাতন অর্ডার ডেলিভারি দিতে পারবে না, তাদের প্রতি অনুরোধ আপনাদের তো কিছুদিন দেখতে আপত্তি থাকার কথা না। কারণ বর্তমান নীতিমালায় পণ্য সরবরাহের পূর্বে আমাদের হাতে টাকা আশার কোন সম্ভাবনা নাই। আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। সকলকে অসংখ্য ধন্যবাদ!