মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এ্যাওয়ার্ড’ বেস্ট ফেসবুক গ্রুপ এ্যাওয়ার্ড পেল দেশের সবচেয়ে বড় নারী উদ্যোক্তাদের গ্রুপ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। উই এর পক্ষ হতে নাসিমা আক্তার নিশাকে এই এ্যাওয়ার্ড দেয়া হয়। বুধবার (পহেলা সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়।
বেস্ট ফেসবুক গ্রুপ এ্যাওয়ার্ড গ্রহনের পর গ্রুপের ১.২ মিলিয়ন মেম্বারকে এই স্বীকৃতির ভাগীদার বলে জানান নাসিমা আক্তার নিশা। তিনি বলেন, “সবার অংশগ্রহণের ফলে এই সাফল্য আমাদের।” দেশের সবচেয়ে বড় নারী উদ্যোক্তাদের গ্রুপ উই এ নারী উদ্যোক্তারা তাদের পন্য বিক্রির মাধ্যমে নিজেকে সাবলম্বী করে তুলছেন।
এছাড়াও এ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, পপ অফ কালার লিমিটেড এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, পুলিশ কর্মকর্তা ইফতেখাইরুল ইসলাম, পরিচালক রায়হান রাফি প্রমুখ।
উল্লেখ্য, এই অনুষ্টানের প্রধান স্পন্সর ছিল ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডট কম এবং অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিরেন শিকদার, আব্দুস সালাম মুর্শেদী, থলে ডট কমের সিইও সাকিব মুন্না, অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, পূজা চেরি প্রমুখ।
২টি মন্তব্য
আসলেও নাসিমা আকতার নিশা আপু আমাদের নারীদের যোগ্য সহযোদ্ধা। অনেক অনেক ভালোবাসা আপুর জন্য। অভিনন্দন আপু।
অভিনন্দন আমাদের উই’ জননী @Nasima Aktar Nisha আপু কে। আপু’র জন্যই আজ অতি সাধারণ গৃহিনীও উদ্যোক্তা হ’তে পেরেছেন৷ আপু’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, আমিন💞🤲