“সাইবার স্পেস নারী সেবা” প্রতিপাদ্য নিয়ে একবছর পূর্বে যাত্রা শুরু করেছিলাে পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেন। নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নির্মানে ভূমিকা রেখে এক বছর অতিক্রম করেছে বাংলাদেশ পুলিশের “পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেন” ইউনিট। আজ ১৬ নভেম্বর ২০২১ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আয়ােজিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উপস্থিতিতে পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেন’ এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ডিআইজি এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেনের সেবাগ্রহীতাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সারা দেশ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট ভার্চুয়ালি কানেক্টেড ছিলাে। অনুষ্ঠানে ফেইসবুক পেইজটির বিগত এক বছরের কার্যক্রম সম্পর্কে ধারনা দেয়া হয়।
শুধু নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ নিয়ে কাজ করতে বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ যাত্রা শুরু করেছে এক বছর আগে। বিগত এক বছরে ১২৯৪১ জন নারী ভুক্তভােগী সাইবার হয়রানি সংক্রান্তে তাদের অভিযােগ জানিয়েছেন তন্মধ্যে ৮৩৩১ জনের অভিযােগের বিষয়ে আইনের আলােকে সকল অভিযােগের উপযুক্ত পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে।
শুধু নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ। নারীরা সম্পূর্ণ নিশ্চিন্তে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পরিচালিত এই প্ল্যাটফর্মে। আইনের আলােকে সকল অভিযােগের উপযুক্ত পরামর্শ ও সেবা প্রদান করে চলেছে এই ইউনিট। নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতকরণে নারীর বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ বিষয়ে প্রয়ােজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সহায়তা, সাইবার অপরাধের শিকার নারীদের প্রয়ােজনীয় প্রযুক্তিগত সহযােগিতা, সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা তৈরি এবং ভিকটিমের তথ্যের গােপনীয়তা নিশ্চিত করে সেবা প্রদানে কাজ করে এই ইউনিট।
ফেসবুক পেজের পাশাপাশি একটি হটলাইন নাম্বার (+880132000088৪) এবং একটি ইমেইল এড্রেসেও (cybersupport.women@police.gov.bd) যােগাযােগ করতে পারবেন সাইবার স্পেসে হয়রানির শিকার নারীরা।