ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠানে “ইয়াং ইনোভেটর’স ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল” অ্যাওয়ার্ড পেলেন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা। দেশজুড়ে নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। ডব্লিউআইসিসিআইয়ের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে প্রথমবারের মত অনুষ্ঠিত বাংলাদেশ ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্টানে এই সম্মাননা পান তিনি।
এই অনুষ্ঠানে সাহিত্য, কলা, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজসেবা, চিকিৎসা, ব্যাবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে বিশিষ্ট সেবাদানকারী ১২ জন গুণী ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩টি প্রতিষ্ঠানকে অত্যন্ত সম্মানজনক এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড: শিরীন শারমিন চৌধুরী, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানটি স্পন্সর করেছে সামিট গ্রুপ (প্লাটিনাম স্পন্সর), আমরা রমণী, আমিশি, অরগানি কেয়ার, যমুনা টিভি, সেভেন রিংস সিমেন্ট, মনাশ কলেজ ইউ সি বি, (ব্রোঞ্জ স্পন্সর)।