সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম পেইন্ট উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এলিট পেইন্ট এর সফল ব্যবসায়ীদের (ডিলারদের) নিয়ে অনুষ্ঠিত হয়েছে এলিট পেইন্ট “সেলিব্রেশন অব সাকসেস ২০২১” প্রোগ্রাম।
উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকেন কোম্পানীর সম্মানিত ডিরেক্টর সাজির আহমেদ ও রাবেজ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উর্দ্ধতন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যের সময় সাজির আহমেদ ব্যবসায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সুপার ব্রান্ড ও বেষ্ট ব্রান্ড সম্মাননা স্মারক অর্জনে বিশেষ ভূমিকা রাখার জন্য। তিনি তার বক্তব্যে আগামী দিনে দ্বিগুণ লক্ষ্যমাত্রা অর্জন করার আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীতে আরো ব্যপক পরিসরে জমকালো প্রোগ্রামের আয়োজন করবেন বলে অঙ্গীকার করেন।
রাবেজ আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের ফ্যাক্টরি সেবা নিশ্চিতকরণ ও বাজার চাহিদা পূরণের লক্ষ্যে পর্যাপ্ত কাঁচামাল আমদানী, রং প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট ভ‚মিকা পালন করছেন এবং ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে উপহার বিতরণ, কালচারাল প্রোগ্রাম ও গালা ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি