গ্রাহকের ও মার্চেন্টের টাকা ‘আত্মসাৎ ও পাচারের অভিযোগে’ আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য গঠন করা হয়েছে দুই সদস্যের অনুসন্ধান দল। কমিটির সদস্যরা হলেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম।
কমিশন তাদেরকে এই অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে। গ্রাহকে কাছ থেকে নেওয়া অগ্রিম এবং মার্চেন্টের পাওনা ৩৩৮ কোটি ৬২ লাখ টাকার বিষয় অনুসন্ধান করবেন তারা।
সংস্থার উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে জানিয়েছেন, ইভ্যালির বিষয়ে কমিশনে আগে থেকেই একটি অভিযোগের অনুসন্ধান করছিলো। এবার বাণিজ্য মন্ত্রনালয় থেকে আরেকটি নতুন অভিযোগ পাওয়ার পর তা দুই সদস্যের টিমের মাধ্যমে মানিলন্ডারিং অণুবিভাগ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযোগটি ‘সুনির্দিষ্ট’ জানিয়ে এই দুদক কর্মকর্তা বলেন, “অভিযোগটি সুনির্দিষ্ট হওয়ায় এখন অনুসন্ধান কার্যক্রম গতিশীল হবে।”