ঢাকার পুর্বাচলের সারাদিন ব্যাপি ট্রেনিং, প্ল্যানিং, বাজেট উপস্থাপন ও করনীয় কার্যক্রম নিয়ে ই ক্লাবের ইসি কমিটির আগামী ১ বছরের স্ট্র্যাটেজিক সেশন গত শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১ বছরের সাধারন সদস্য ফি, মিটআপ, বিভিন্ন রকমের প্রোগ্রাম, ব্রান্ডিং, ট্রেনিং, মেম্বার্স সার্ভিস, চ্যাপ্টার অপেনিং এবং পি আর এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে বর্তমান প্রেসিডেন্ট এবং সাধারন সম্পাদক ই-ক্লাবের গভর্নিং কমিটির কাছে বাজেট উপস্থাপন করেন। ই ক্লাবের প্রেসিডেন্ট মারুফ লিয়াকত এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় এবং পরিবেশনা ও সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি বিপ্লব জি রাহুল। বাজেট প্রস্তাবনার পর ই-ক্লাব গভর্নিং কমিটির চেয়ার জনাব কামরুল হাসানের সভাপতিত্বে বাজেট ও ৭টি স্ট্যান্ডিং কমিটি ও ২টি ফোরাম এর অনুমোদন দেয়া হয়। ইয়োথ ফোরাম ও ব্রান্ড ফোরাম নামে দুটি ফোরাম ছাড়াও মেম্বার্স সার্ভিস স্ট্যান্ডিং কমিটি, ন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটি, লিগ্যাল ডিস্পুট ও ডকুমেন্টেশন স্ট্যান্ডিং কমিটি, ইভেন্ট অর্গানাইজিং স্ট্যান্ডিং কমিটি, পি.আর এন্ড কমিউনিকেশন স্ট্যান্ডিং কমিটি তাদের নিজেদের পরিকল্পনা ও সদস্যদের পরিচিতি তুলে ধরেন। এই সেশনে উপস্থিত ছিলেন ই-ক্লাব ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান।
প্রেসিডেন্ট মারুফ লিয়াকাত এবং সাধারন সম্পাদক বিপ্লব জি রাহুল সমাপনী বক্তব্যে জিবি কমিটি, ইসি কমিটি ও স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে ই-ক্লাবকে বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা সহায়ক একটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।