ই – ক্লাবের “প্রেসিডেন্সিয়াল ডিনার” অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে । ই-ক্লাবের প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী চাকলাদার মহোদয়ের সভাপতিত্তে “প্রেসিডেন্সিয়াল ডিনার” অনুষ্ঠিত হয়।
উক্ত ডিনার প্রগ্রামে ই-ক্লাবের জেনারেল সেক্রেটারি বিপ্লব ঘোষ রাহুল, গভর্নিং বডি চেয়ার জনাব কামরুল হাসান, প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ শাহরিয়ার খান সহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ শাহ আলম চৌধুরী, এক্সিকিউটিভ কমিটি সদস্য অর্গানাইজিং সেক্রেটারি মিস ফাহমিদা আহমেদ, মেম্বার সেক্রেটারি চয়ন সাহা, পি আর সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি এবং ডাইরেক্টরস সোলায়মান আহমেদ জিসান,লিজা আক্তার,মাইনুল হাসান দোলন, প্রমি নাহিদ উপস্থিত ছিলেন।
সভাপতি মারুফ লিয়াকত মহোদয় সভার শুরুতেই তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি সভাতে আগামী ০২ বছরের জন্য তার পরিকল্পনাগুলো নিয়ে সকলের সাথে মত-বিনিময় করেন। সভাতে উপস্থিত সদস্যরা ও তাদের পরিকল্পনা গুলো প্রেসিডেন্ট মহোদয়ের সাথে প্রাথমিকভাবে মত-বিনিময় করেন।
জনাব মোহাম্মদ শাহরিয়ার খান ই-ক্লাব প্রতিষ্ঠা করার লক্ষ্য ও উদ্দেশ্য এবং শুরুর দিকের প্রতিবন্ধকতাগুলোর কথা সকলের সাথে বলেন, সেই সাথে নতুন প্রেসিডেন্টের যোগ্য নেতৃত্বে ই-ক্লাব আরো অনেক উন্নতি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গভার্নিং বডি চেয়ার জনাব কামরুল হাসানও ই-ক্লাবে তার বিগত বছরের তার কার্যক্রম সমূহ এবং আগামী বছরের তার পরিকল্পনা গুলো সভাতে উপস্থাপন করেন।
প্রেসিডেন্ট মারুফ লিয়াকাত তার সমাপনি বক্তব্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সব কিছুর উর্ধে ই-ক্লাবের সাধারণ মেম্বার্সদের জন্য নতুন কিছু করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে শুভেচ্ছা জানান। সভা শেষে সবাইকে “প্রেসিডেন্সিয়াল ডিনার” এ আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।