গত ২৪ আগষ্ট বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ই-ক্যাব সম্পর্কে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট তথ্য সম্বলিত আখ্যা দিয়ে প্রতিবাদ লিপি দিয়েছে ই-ক্যাব।
প্রতিবাদ লিপিতে বলা হয়, সংবাদ মাধ্যমে সংবাদটি প্রেস রিলিজের বরাত দিয়ে ছাপা হলেও ‘‘প্রেস রিলিজ’’ আকারে না ছেপে ‘‘নিজস্ব প্রতিবেদক’’ ও ‘‘ জৈষ্ঠ প্রতিবেদক’’ পর্যায়ে প্রতিবেদন বা সংবাদ আকারে ছাপা হয়েছে। অথচ তথ্যের গ্রহণযোগ্যতা বা স্পর্শকাতরতা বিষয়টি সংবাদ মাধ্যমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এড়িয়ে গেছেন। যে এসোসিয়েশন এর প্রেস রিলিজ ছাপা হয়েছে তা অনুমোদিত এসোসিয়েশন কিনা এবং সংশ্লিষ্ঠ এসোসিয়েশন এর সাথে ই-কমার্সের কি সম্পর্ক তাও সেখানে উল্লেখ করা হয়নি। প্রেস রিলিজটি সংবাদ আকারে ছাপা হলেও ই-ক্যাবকে নিয়ে পরিবেশিত সংবাদে ই-ক্যাবের কোনো বক্তব্য তুলে ধরা হয়নি। সংবাদটি বিভিন্ন মাধ্যমে হবহু একটি অন্যটি থেকে কপি করেছে। একটি প্রেস রিলিজ যেভাবে প্রকাশ করা উচিৎ সেভাবে না ছেপে সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে এবং স্পর্শকাতর, মিথ্যা ও বানোয়াট তথ্য থাকা সত্ত্বেও তা কোনো দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে প্রকাশ করা হয়েছে।
এতে আরো বলা হয়, যে কেউ প্রেস রিলিজ পাঠাবে আর সংবাদ মাধ্যম তা কোনো দায়িত্ব বিবেচনা না করে প্রকাশ করবে, এমনটা গণমাধ্যমের কাছ থেকে কেউ আশা করেনা। এধরনের সুযোগ থাকলে স্বার্থান্বেষী মহল গণমাধ্যমকে স্বীয় উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। যা সমাজের জন্য নানাবিধ সমস্যার কারণ হতে পারে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন’র প্রেস রিলিজের বরাতে “ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতাদেরও’’ “ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতারা এড়াতে পারেন না‘‘ ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। যার প্রেক্ষিতে ই-ক্যাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।