আইসিটি শিল্পের উন্নয়নকে তরান্বিত করার প্রয়াস নিয়ে এবং এ শিল্পের অগ্রগামী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করার লক্ষ্য নিয়ে ষষ্ঠবারের মত দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ব্র্যাক ব্যাংক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ , দারাজ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় । এছাড়াও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হসপিটালিটি পার্টনার হিসেবে কাজ করে।
২৭ ডিসেম্বর ২০২১ সোমবার সন্ধ্যা ৭ টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মোঃ সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মোঃ তাজদীন হাসান, চিফ মার্কেটিং অফিসার, দারাজ, এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো), চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, দারাজ, প্রফেসর নিয়াজ আহমেদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, সৈয়দ আলমাস কবির, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং জনাব মাহফুজ আনাম , সম্পাদক ও প্রকাশক, ডেইলি স্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছয়টি ক্যাটাগরিতে মোট ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেনঃ