এসএমইভাই ডট কম সম্প্রতি সীড-পূর্ববর্তী রাউন্ডের আর্থিক এবং প্রযুক্তিগত মিলিত বিনিয়োগ পেলো নামকরা বিনিয়োগকারী (অ্যাঞ্জেল ইনভেস্টর) এ আর কমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান এবং ডব্লিউপি ডেভ্লপারস এর প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রূপক এর কাছ থেকে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ একটি অনুষ্ঠানে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। সভায় বিনিয়োগকারী দুজন এবং এসএমইভাইয়ের সহ-প্রতিষ্ঠাতারা সহ উপস্থিত ছিলেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এসএমইভাইয়ের প্ল্যাটফর্মে প্রশিক্ষণ প্রদান করা প্রশিক্ষকগণ।
প্রায় ১ কোটি ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারী ব্যবসা (এমএসএমই) আছে বাংলাদেশে। পাশাপাশি স্টার্টআপের সংখ্যাও বাড়ছে। এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে মেহেদী হাসান সাগর আর সাইমুম হোসেন ২০১৭ সালে শুরু করেন এসএমইভাই ডট কম নামক প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম। তারা নিজেরা ব্যবসার সাথে জড়িত ২০১২ সাল থেকে। তার আগে ব্যবসায়িক কৌশল নিয়ে প্রশিক্ষণ পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে ৪ বছর। নিজেদের ব্যবসা নিয়ে ধাক্কা খাওয়া এবং সেখান থেকে উঠে আসার অভিজ্ঞতাই থেকেই এসএমইভাই ডট কম এর মত একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম তৈরি করেন তারা।
তাদের সেবার মধ্যে রয়েছে এমএসএমই উদ্যোক্তারা ব্যবসা শুরু করবার আগে প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ এবং ব্যবসায়ের সব হিসাব নিকাশ সহজে গুছিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব ব্যবস্থাপনার ক্লাউড-নির্ভর সফটওয়্যার এসএমই হিসাব। এসএমই ভাই ডট কম এ থাকছে ভার্চুয়াল বুককীপার (হিসাবরক্ষক) সুবিধা যার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে কমখরচে সঠিকভাবে হিসাব নিকাশ রাখতে পারেন। প্রশিক্ষণ আর হিসাবরক্ষণের সাথে সাথে বিপণন সেবা আর ব্যবসায়ের আইনগত বিভিন্ন সেবার জন্যও প্ল্যাটফর্মটিতে রয়েছে আলাদা আলাদা অংশ।